লকডাউনের মধ‍্যে বীরভূম ও ঝাড়খন্ড সীমানায় চলছে পুলিশের কড়া নজরদারি

23rd April 2020 বীরভূম
লকডাউনের মধ‍্যে বীরভূম ও ঝাড়খন্ড সীমানায় চলছে পুলিশের কড়া নজরদারি


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) :  ঝাড়খন্ড সীমান্তবর্তী বীরভূমের নাকা চেকপোষ্টগুলি পরিদর্শনে এলেন আই.জি পশ্চিমাঞ্চল ভরতলাল মিনা । এদিন তিনি সকাল ১০টা নাগাদ সিউড়ী থানার দিগুলি চেকপোষ্ট পরিদর্শন করেন পরে মহঃ বাজার থানার ছাগলাকুড়ি নাকা চেকপোষ্ট, রামাপাড়া চেকপোষ্ট এবং সব শেষে মুরালপুরে যান। আই.জির পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং, অতিরিক্ত পুলিশ সুপার সুবিমল পাল, ডি.এস.পি (ডি.এ্যান্ড টি) অভিষেক মন্ডলসহ জেলাপুলিশের আধিকারিকেরা। বাংলা-ঝাড়খন্ড সড়ক পরিবহন ব্যাবস্থার একটি বিশেষ কেন্দ্রবিন্দু হল ছাগলাকুড়ি চেকপোষ্ট । এখানে একটি স্থায়ী চেকপোাষ্ট রয়েছে প্রায় সব সময়ই শ‍স্বস্ত্র পুলিশবাহিনীর নজরদারীতে রয়েছে এলাকাটি, এছাড়াও চব্বিশ ঘন্টা সি.সি.টি.ভির ব্যবস্থা, মাইকের মাধ্যমে প্রচার, হ্যান্ড স্যানিটাইজার, খাবারের জল রাখা আছে । আজ সেখানকার ব্যাবস্থাপনা  খতিয়ে দেখলেন আই.জি, পশ্চিমাঞ্চল , কথা বল‍লেন কর্মরত পুলিশ বাহিনীর পাশাপাশি দুমকা জেলা পুলিশ বাহিনীর সঙ্গেও । পরে রামাপাড়া হয়ে মুরালপুর নাকা চেকপোষ্টে যান । সাংবাদিকদের মুখোমুখি হয়ে আই.জি জানান, আন্ত-রাজ্য জরুরি পরিবহন ব্যবস্থার জন্য নাকা চেকপোষ্ট তৈরি করা হয়েছে সেগুলোই আমরা দেখতে এসেছি ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।